বন্যার্তদের ত্রাণ দিল স্মাইল শাটেল
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবষর ইউনিয়নের বন্যাকবলিত তিনটি গ্রামে ত্রাণ বিতরণ করেছে স্মাইল শাটেল ফাউন্ডেশন।
সোমবার (২৭ জুন) ১২ জন স্বেচ্ছাসেবক বন্যার্ত বানভাসী মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী এবং ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
ট্রলার ও ছোট নৌকায় করে কয়েকশ মানুষকে এক সপ্তাহের খাবার দিয়েছে শাটল। একইসঙ্গে নারী স্বাস্থ্য উন্নয়ন প্রজেক্টের আওতায় ৫০টি পরিবারের বিভিন্ন বয়সী নারীদের মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করে সংগঠনটি।
জানা যায়, সিলেট বিভাগের সুনামগঞ্জ উপজেলার প্রত্যন্ত এই অঞ্চলগুলোতে বর্ষা মৌসুমে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়। পাকা রাস্তার পথ পেরিয়ে, বন্যায় ভেসে যাওয়া গ্রামগুলোতে পৌঁছাতে আরও দেড় ঘণ্টার পথ ট্রলারে যেতে হয়। তবে এসব কারণ বাধা হতে পারেনি সংগঠনটির তরুণ স্বেচ্ছাসেবীদের কাজে।
বিজ্ঞাপন
সংগঠনটির বিতরণ করা খাবারের তালিকায় ছিল চিড়া, গুড় ও বিস্কুট। আলো থেকে দূরে থাকায় মোমবাতি ও গ্যাস লাইটও দেওয়া হয় বানভাসীদের। আর স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে দেওয়া হয় ওষুধ সামগ্রী ও স্যালাইন।
এমটি/জেডএস