ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের উদ্যোগে পরিবেশে প্লাস্টিক দূষণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিভাগীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, প্লাস্টিক বিশেষ করে পলিথিনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ছে পরিবেশ ও জীবজগতের ওপর। পলিথিন ব্যবহারে অসতর্কতার ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি ও নানা দুর্ঘটনা ঘটছে। পলিথিন ব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় দেশ-বিদেশের খ্যাতিমান গবেষকরা প্রবন্ধ উপস্থাপন ও বক্তৃতা প্রদান করেন। এছাড়া প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এইচআর/এনএফ