জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম কাম খতীব মো. ছালাহ উদ্দিন। 

শনিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মো. ছালাহ উদ্দিন পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি ঢাকা পোস্টকে জানান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী যারা আছেন তারা নামাজ পড়তে আসেন। পাড়া-মহল্লার সকলের জন্যে উন্মুক্ত, যে কেউ চাইলে নামাজ পড়তে পারবে। গত ঈদুল ফিতরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও শিক্ষকরা ছিলেন, এবার তারা থাকবেন কিনা বিষয়টি আমাকে জানানো হয়নি।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

এমটি/এসকেডি