ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

আবাসিক হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ (মঙ্গলবার) একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সভার মূল এজেন্ডা থাকবে হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করবেন। সভায় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউটগুলোর পরিচালকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নিজ কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, আমাদের একাডেমিক কাউন্সিল আগামী ১৩ মার্চ পরীক্ষার্থীদের জন্য হল খোলার সিদ্ধান্ত নিয়েছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে আগামীকাল সকাল সাড়ে ১০টায় একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়েছে।

তিনি আরও বলেন, সভায় জাতীয় সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, মহামারি পরিস্থিতি, শিক্ষার্থীদের টিকা দেওয়া, পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবকিছু মিলে আমরা একটা সিদ্ধান্তে আসব।

এদিকে একাডেমিক কাউন্সিলে দ্রুত হল খোলার বিষয়ে সিদ্ধান্ত না আসলে পুনরায় আন্দোলনে নামার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা জানান, উপাচার্য মঙ্গলবার জরুরি সভা ডেকেছেন। আমাদের আশ্বাস দিয়েছেন আগামীকাল একটা সিদ্ধান্ত হবে। সভায় যদি মার্চ মাসে হল খোলার সিদ্ধান্ত না হয়, তাহলে আমরা আবার আন্দোলনে নামব।

এমএইচএস/এমএইচএস