ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ অর্থ বছরের অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও অফিস প্রধানরা পৃথক পৃথকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাগত বক্তব্য দেন। ডেপুটি রেজিস্ট্রার রাজিব মাহমুদ শামিম পারভেজ অনুষ্ঠান সঞ্চালন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অভ্যন্তরীণ বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। 

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনেও এ চুক্তি সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এইচআর/আইএসএইচ