রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক তিন শিক্ষার্থীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করলে তাদের এ দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে ভর্তি পরীক্ষার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনটি ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রক্সি শিক্ষার্থীরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. এখলাসুর রহমান গ্রুপ-১-এর রোল ১৭২২৮-এর পরীক্ষার্থী তামিম হাসান লিমনের হয়ে পরীক্ষা দিতে আসেন। এখলাসুর রহমান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।

দণ্ডপ্রাপ্ত দ্বিতীয় জন সজীব আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি গ্রুপ-২-এর রোল ৩৯৫৩৪-এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। সজীব নারায়ণগঞ্জের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

আরও পড়ুন : রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ শিক্ষার্থী আটক

তৃতীয় জন জান্নাতুল মেহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তিনি তৃতীয় শিফটের রোল ৬২৮২৮-এর পরীক্ষার্থী ইসরাত জাহানের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। জান্নাতুল পঞ্চগড়ের মো. জয়নাল আবেদীনের মেয়ে।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়মবহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১-২২ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গতকাল সোমবার (২৫ জুলাই) শুরু হয়েছে। দ্বিতীয় দিন ‘এ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষা হয়।

মেশকাত মিশু/এনএ