মেসে বখাটে কর্তৃক এক ছাত্রীর গোসলের ভিডিও করার ঘটনার প্রতিবাদ, শতভাগ আবাসন এবং মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
 
বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘আমার বোনের সম্মানহানির বিচার চাই’, ‘চিকিৎসা কেন্দ্রের সেবা বাড়াতে হবে’ ‘ইবির সকল শিক্ষার্থীর নিরাপত্তা দিন’, ‘শতভাগ আবসিকতা চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে ক্যাম্পাসসহ মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, সংগঠনের কর্মী কামাল হোসেন, শাকিল হোসেনসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি তন্ময় সাহা টনি, আল মামুন, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশিদ, রকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ অন্য নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, আজকে যদি আমাদের ক্যাম্পাসে শতভাগ আবসিকতা নিশ্চিত থাকতো তাহলে আমার বোনের সাথে এমন অপ্রীতিকর ঘটনা ঘটতো না। আমাদের ক্যাম্পাস শতভাগ আবাসিক করার জোর দাবি জানাচ্ছি। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করছি।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ স্মারকলিপি গ্রহণ করেন। 

•  আরও পড়ুন : গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ ও ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও ছাত্র ইউনিয়ন সংসদও।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের একটি বাসাবাড়িতে গোপনে এক ছাত্রীর গোসলের ভিডিও করেন এক যুবক। তারআগে, গত ২৫ জুলাই একই এলাকার একটি ছাত্রী মেসে বখাটেরা ইট, পাটকেল মেরে ছাত্রীদের উত্যক্ত করে। 

রাকিব হোসেন/এনএফ