ছাদ থেকে পড়ে হাসপাতালে ভর্তি পবিপ্রবির শিক্ষার্থী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের এক শিক্ষার্থী ছাদ থেকে পড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের তিন তলা থেকে পড়ে যান ওই শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম ঝুমুর আক্তার। তার গ্রামের বাড়ি সিলেটে। তিনি আবাসিক হলে থেকে পড়াশুনা করছেন।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক তার সহপাঠীরা জানায়, আত্মহত্যার চেষ্টায় হয়তো সে ছাদ থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে লাফ দিয়েছে। এর বেশি কিছু বলা যাচ্ছে না। পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর আসল কারণ জানা যাবে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার ছাত্রলীগ সভাপতি রেজওয়ানা হিমেল বলেন, আমরা শুনেছি ছাদ থেকে পা পিছলে ঝুমুর আক্তার নামে এক শিক্ষার্থী পড়ে গেছে। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি সেখানে দেখতে গিয়েছিলাম। তখনো তার জ্ঞান ফেরেনি। তার পা ভেঙে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে। তার সঙ্গে কথা বলার পর পুরো বিষয়টি জানতে পারব। এ বিষয়ে গতকাল রাতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের রেজিস্টার হাফিজুর রহমান জানিয়েছেন, ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। শরীরের বিভিন্ন স্থানের পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। রিপোর্ট আসলেই বলা যাবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের সহকারী প্রভোস্ট আখিনুর শিলা বলেন, কী কারণে লাফ দিয়েছে আমরা এখনো তা জানতে পারিনি। তবে লাফ দিয়েছে না পড়ে গিয়েছে সেটি তদন্তের পরে জানা যাবে।
এসপি