বৃহস্পতিবার ঢাবিতে বক্তৃতা করবেন লর্ড বিলিমোরিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসছেন যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির সভাপতি মি. লর্ড করন বিলিমোরিয়া।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ব্যবসায়, বাণিজ্য ও অর্থনীতি’ বিষয়ে এক বিশেষ বক্তৃতা দেবেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ দেশের খ্যাতিমান শিক্ষাবিদ, শিল্পপতি, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং শিল্প ও বাণিজ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গেলে গত ১৬ সেপ্টেম্বর তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন করণ বিলিমোরিয়া। সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ যুক্তরাজ্যের ব্যবসায়ীদের কাজে লাগাতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
এইচআর/জেডএস