রাবিতে হলের ৩য় তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
নিহত শাহরিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে এমজিএম শাহরিয়ার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাসা দিনাজপুরের বিরল উপজেলায়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট আওয়াজ শুনে হলের শিক্ষার্থীরা ছুটে এসে দেখেন ওপর থেকে একজন পড়ে গেছে। শিক্ষার্থীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করেন। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।
হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার পশ্চিম কোণ থেকে নিচে পড়ে যান শাহরিয়ার। সেখানে মসজিদের সামনে টিউবওয়েলর পাকার ওপর পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের এক আবাসিক শিক্ষার্থী তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরএআর