জবি আইএইচসি বিভাগের অ্যালামনাইয়ের আহ্বায়ক কমিটি গঠন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি (আইএইচসি) বিভাগ আয়োজিত ২য় পুনর্মিলনী অনুষ্ঠানে পূর্ণাঙ্গ অ্যালামনাই কমিটি গঠনে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শাফায়াত উল্লাহ্কে আহ্বায়ক করে ছয় সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠান ও কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতাউর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী নানা কর্মসূচিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কলা অনুষদের এই বিভাগটি বিশ্ববিদ্যালয়ে নানা দিক থেকে অনেক গৌরব উজ্জ্বলময় অবস্থানে আছে। সবার সম্প্রতি, ঐকান্তিকতা, একতা, পারস্পরিক সহযোগিতায় এই বিভাগটি আরও এগিয়ে যাবে বলে আমি মনে করছি।
বিজ্ঞাপন
তিনি বলেন, একটি বিভাগের অ্যালামনাই প্রাক্তন ছাত্রদের কাছে একটি বিশেষ দিন। জীবনের তাগিদে পেছনে ফেলে আসা সুন্দরতম মুহূর্তগুলো বন্ধুদের সঙ্গে স্মৃতিচারণ করা সত্যিই অসাধারণ মুহূর্ত।
অনুষ্ঠানটির বাস্তবায়ন কমিটি ও উপকমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. শামছুল কবির। এছাড়া বিভাগের বর্তমান শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এমএল/এসএসএইচ