ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন জায়গায় অন্তত ২০টি গাছ উপড়ে পড়েছে। এর মধ্যে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে গাছ পড়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সূর্যসেন হল, সলিমুল্লাহ মুসলিম হল, জহুরুল হক হল, মহসিন হল, শহিদুল্লাহ হল, ফুলার রোড, মল চত্বর, টিএসসি ও কলাভবন এলাকায় ছোট বড় ২০টির মতো গাছ পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, আরবরি কালচার সেন্টার ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এসব গাছ প্রায় সরানো হয়েছে।

শহীদুল্লাহ হলে একটি কৃষ্ণচূড়া গাছ উপড়ে একজন কর্মচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ওই কর্মচারীর নাম মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি মাথায় চোট পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, গাছের শিকড় অগভীরে থাকায় গাছগুলো ঝড়-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেনি। ক্যাম্পাসে আরও এমন বেশ কয়েকটি গাছ রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি, দ্রুত কাজ শুরু করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, কয়েকটি গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আরবরি ক্যালচার সেন্টারসহ সংশ্লিষ্টরা এ বিষয় কাজ করছেন। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এইচআর/এনএফ