ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের এমএস শ্রেণির ২৫ শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের গবেষণা অনুদান পেয়েছেন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৫ শিক্ষার্থী আইএফআইসি ব্যাংক ট্রাস্ট বৃত্তি পেয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে অনুদান ও বৃত্তির চেক তুলে দেন।

গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আলিফ মোহাম্মদ খান, মো. মুশফিকুর রহমান, আফসানা হামিদ, তামান্না জাহান ও মো. আল-আমীন (সমুদ্র বিজ্ঞান), মো. মাহফুজুর রহমান, রোমানা ইব্রাহিম, নাহারিন জান্নাত, মো. শাহরিয়ার সরকার ও সামিহা সালেহা (ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স), শাবিস্তা ঈলদিজ, মো. সাইফুর রহমান, মো. আফজাল হোসেন, সিরাজুম মুনির সিফাত, টুটুল মিয়া, তামিম হোসেন, ফাহিম আহমদ, শামস-ই-আলম প্রিয়াংকা, উম্মে মাহবুবা নাবিলা ও মো. তানভীর আহমেদ (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং), আহসান ইমরান, সাক্ষর দেব, মো. ফখরুল ইসলাম, তাহসিন তারিক বান্না ও উৎস কুমার রায় (রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মো. আমজাদ হোসেন, আব্দুল কাদের শাওন ও মো. সেলিম রেজা (ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স), মামুন হোসেন ফারিয়া, দেবাশীষ নাথ ও মুহাম্মদ জিহাদুল ইসলাম (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্), মো. জাবেদ, নাজমুল হাসান ও আকিবুল ইসলাম জিসান (ইন্টারন্যাশনাল বিজনেস), হৃদয় চন্দ্র সাহা, অভিজিত দত্ত ও নাফিসা খান (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট), আফিয়া আফরিন, জামিমা নাজনীন নিশাত ও মো. নিয়াজ মাহমুদ (অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, আইএফআইসি ব্যাংক লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।

এইচআর/এসকেডি