চলমান টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিড় জমিয়েছেন শিক্ষার্থীরা। নিজ ক্যাম্পাসে এলইডি মনিটরের মাধ্যমে এ খেলা দেখতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন হাজারো  শিক্ষার্থী। 

বুধবার দুপুরে শুরু হওয়া বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি দেখার ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই। 

খেলা দেখতে আসা নীলাদ্রি সরকার বলেন, ক্রিকেট খেলার প্রতি ছোটবেলা থেকেই আমার আগ্রহ। এরপর বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। আবার বন্ধু-বান্ধব সবাই মিলে একসঙ্গে ক্যাম্পাসে বসে খেলা দেখার মজাই আলাদা। সব মিলিয়ে অসাধারণ লাগছে। আশা করি, এবারের টি-২০ বিশ্বকাপ বাংলার টাইগাররাই নিয়ে আসবে।

আরেক শিক্ষার্থী তৌফিক মেসবাহ্ বলেন, বাসায় বসে খেলা দেখা আর ক্যাম্পাস আঙিনায় সিনিয়র, জুনিয়র, বন্ধুদের সঙ্গে খেলা দেখার মধ্যে অনেক তফাৎ। বাসায় নির্দিষ্ট উইকেট বা চার-ছয়ে সামান্য চিৎকারের বেশি উদযাপনের সুযোগ থাকে না। কিন্তু ক্যাম্পাসে বল বাই বল সবাইকে নিয়ে একযোগে উদযাপন করতে পারছি যা বেশ আনন্দের।

এমএল/আরএইচ