ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের শতবর্ষ পুনর্মিলনী আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল ৩টায় এ অনুষ্ঠান শুরু হবে।

রোববার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্মিলনীতে অংশ নিতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান সবাইকে অনুরোধ জানিয়েছেন। 

উল্লেখ্য, সোনালী ব্যাংকের হিসাব নম্বর ৪৪০৫৭৩৪০৩৮২৫৬- এ নির্ধারিত অর্থ জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

এমএম/এমএ