জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং ক্লাবের উদ্যোগে ‘বিজহান্ট ১.০’ বিজনেস কেইস প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছেন আয়মান, সাদিয়া ও সানজিদা। তাদের দলের নাম এ-ওয়ান হান্টার্স।

বুধবার (৯ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মিলনায়তনে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। এছাড়া প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো.জাকির হোসেন, অধ্যাপক ড. ইমরানুল হক, সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান ফৌজি, ড. রাজিয়া সুলতানা সুমি, সহকারী অধ্যাপক মো. ফারিজুল ইসলাম ও মার্কেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মাহাথী হাসান জুয়েল। 

‘বিজহান্ট ১.০’ একটি ব্যবসায়িক কেইস প্রতিযোগিতা। যার মূল লক্ষ্য হচ্ছে—তরুণদের ক্ষমতায়িত করা ও ভবিষ্যতে ব্যবসায়িক সমস্যা সমাধানের জন্য তাদের প্রস্তুত করা।

এমএল/কেএ