মেসি যাদুতে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনা সমর্থকদের
টং দোকান থেকে বাজার, ক্লাস রুম থেকে হল—সব জায়গায় এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আলোচনা-সমালোচনা আর জয়-পরাজয়ের সমীকরণের পক্ষ-বিপক্ষের তর্ক-বিতর্কে জমজমাট সারাদেশ। কেউ মেসি ভক্ত আবার কেউ নেইমারের। তবে সব চাওয়া-পাওয়ার সমীকরণ পূরণ হবে ৯০মিনিটের খেলায়। তাইতো সৌদি আরবের বিপক্ষে খেলা শুরুর আগেই প্রত্যাশা উপচে পড়ছে ফুটবল প্রেমীদের মধ্যে। সেই প্রত্যাশায় মেসি জাদুতে আজ জয়ের উন্মাদনায় ভাসতে চান আর্জেন্টিনার সমর্থকরা।
মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল চারটায় ম্যাচ দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচটি উপভোগ করতে ঢাকা কলেজের হলগুলোতে জড়ো হয়েছেন ভক্তরা।
বিজ্ঞাপন
প্রত্যাশিতভাবেই এই দলে আছেন মেসি। তাকে ছাড়া আর্জেন্টিনা দল কল্পনাও করা চলে না, আজও এর ব্যত্যয় ঘটেনি। মেসি আছেন, সঙ্গে আছেন দলের আরও এক অপরিহার্য অংশ আনহেল ডি মারিয়াও। আক্রমণে দুই তারকার সঙ্গী লাউতারো মার্টিনেজ।
গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে একাদশে চমক হিসেবে এসেছে রক্ষণভাগে নিকলাস টালিয়াফিকোর অন্তর্ভুক্তি। মার্কোস আকুনইয়াকে রাখা হয়নি একাদশে। রাইটব্যাক হিসেবে নাহুয়েল মলিনা জায়গা পেয়েছেন দলে, গনজালো মন্টিয়েল আর হুয়ান ফয়েথকে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় রেখে। রক্ষণের বাকি দুই জায়গায় আছেন ক্রিশ্চিয়ান রোমেরো আর নিকোলাস ওটামেন্ডি।
বিজ্ঞাপন
তাইতো জয়ের ব্যাপারে আরও বেশি প্রত্যাশা আর্জেন্টাইন ফুটবল প্রেমীদের।
প্রিয় দলের জার্সি গায়ে খেলা দেখতে আসাদুল্লাহ গালিব নামের এক দর্শক বলেন, জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। মেসি জাদুতে জয় হবে আর্জেন্টিনার। এটি নিশ্চিতভাবে বলাই চলে। এবারও আমাদের প্রত্যাশা আর্জেন্টিনা ও সৌদি আরব ফুটবল ম্যাচে মেসি জাদুতে জয় হবে আর্জেন্টিনার। শুধু গ্রুপ পর্বে নয় একে একে সব দলকে হারিয়ে বিশ্বকাপও আসবে আর্জেন্টিনার হাতে।
অন্তর হাওলাদার নামের আরেক দর্শক বললেন, এবার শেষবারের মতো বিশ্বকাপ খেলছেন মেসি। দর্শক হিসেবে আমরা যারা আছি প্রত্যাশা করি জয় আর্জেন্টিনারই হবে।
আরএইচটি/কেএ