গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে যাবে আর্জেন্টিনা
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে জায়গা করে নেবে সেটাই প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থকদের।
বুধবার (৩০ নভেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, খেলা শুরুর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগিটোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার, লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর, এল ই ডি স্কিনে খেলা দেখার ব্যবস্থা করে স্থানীয়রা।
বিজ্ঞাপন
সমর্থকরা বলেছে, দলে সৌদির সঙ্গে প্রথম ম্যাচে হারার পর আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে মেসি বাহিনী। দ্বিতীয় ম্যাচের জয়ের পর আর্জেন্টিনা দলের মাঝে যে জয়ের নেশা জাগ্রত হয়েছে তা বজায় রাখতে পারলে আজকের জয় পাওয়ায় বেশি বেগ পেতে হবে না বলে মনে করেন আর্জেন্টাইন সমর্থকরা।
আর্জেন্টিনা দলের সমর্থক মোহাম্মদ রকি মেরাজ বলেন, আর্জেন্টিনা এবার কাতারের বিশ্বকাপ জিততে আসছে। শুধু এই ম্যাচ নয় আমাদের প্রত্যাশা ১৮ই ডিসেম্বর ফাইনালেও জিতে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরবে টিম আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
আরেক সমর্থক তানভীর হাসান বলেন, আজকের ম্যাচের জয় দিয়ে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে জায়গা করে নেবে। আমরা চাই না আর্জেন্টিনা কারও ড্রো বা জয়ের দিকে তাকিয়ে থাকুক। আজকে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয়লাভ করবে সেটাই প্রত্যাশা।
ব্রাজিল সমর্থক ইয়াসিন আরাফাত বলেন, আর্জেন্টিনার জন্য আজকে জয়টা হয়তো কঠিন হবে। কিন্তু তাদের আইকনিক নম্বর ১০ আছে। একজন ব্রাজিল ফ্যান হিসেবেও বলতে পারি যে আইকনিক নম্বর টেন হয়তো এতো দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নেবেন না।
এমএল/এমএ