অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে চলনসীমা নিয়ন্ত্রণ করাসহ তিন দফা দাবিতে উপাচার্যকে স্বারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হাতে স্বারকলিপি তুলে দেন।

শিক্ষার্থীদের অন্য দুটি দাবি হলো—যদি ঢাবির রাস্তা সিটি কর্পোরেশনের অধীনে থাকে তাহলে তা ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনা এবং ক্যাম্পাসের প্রতিটি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো।

শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, আমরা তিন দাবিতে ভিসি স্যার এবং প্রক্টর স্যারের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেই। দীর্ঘক্ষণ আলোচনার পরে দাবিগুলো আমলে নিয়ে বাস্তবায়ন করবেন বলে তারা আমাদের আশ্বস্ত করেছেন।

এসময় শিক্ষার্থীদের মধ্যে মনিরা শারমিন, আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ ও ফারিহা ইসলাম তিফলা উপস্থিত ছিলেন।

এইচআর/কেএ