বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও মুক্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

শুক্রবার (৯ ডিসেম্বর) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান ও যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় নেতা এবং সাধারণ কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। সেই সঙ্গে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরও বলেন, এর মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি, সীমাহীন দুর্নীতি, সাম্প্রতিক সময়ে প্রকাশিত ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারির বিষয়সহ সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ জনগণের দৃষ্টিকে অন্যদিকে সড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। তবে দেশের গণতন্ত্রকামী মানুষ এ ধরনের হীন অপেচষ্টা বিনা প্রতিবাদে আর মেনে নেবে না।

এইচআর/কেএ