কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের হারে আনন্দ মিছিল ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসা আর্জেন্টাইন সমর্থকরা।

শুক্রবার (৯ ডিসেম্বর ) রাতে সরেজমিনে দেখা যায়, খেলা শুরুর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, ভিক্টোরিয়া পার্ক, মুরগি টোলা মোড়, রায় সাহেবের বাজার, কলতা বাজার, লক্ষ্মীবাজারের প্রতিটি গলিতে টিভি, প্রজেক্টর, এলইডি স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করেন স্থানীয়রা। 

আর্জেন্টাইন সমর্থকরা বলেছেন, ব্রাজিলের আজকে হারার মধ্য দিয়ে মিশন হেক্সা অর্জনে পাঁচ বছর পিছিয়ে গেলো দলটি। কিছুক্ষণ পরে নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার খেলা। আশা করি, ক্রোয়েশিয়ার সেমিতে আর্জেন্টিনাই সাথী হবে।

আরও পড়ুন : ব্রাজিলকে স্তব্ধ করে উল্লাস ক্রোয়েশিয়ার

আর্জেন্টাইন সমর্থক সাইদুল ইসলাম বলেন, ক্রোয়েশিয়া গত আসরে রানার্স আপ হয়েছিল। সেই দলই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এভাবে বধ করেছে ভাবতেই ভালো লাগছে। এ জয় ক্রোয়েশিয়া ফুটবলে নতুন অধ্যায়। বিগত কোনো সময় ব্রাজিলকে হারাতে পারেনি তারা। ব্রাজিল রাশিয়া বিশ্বকাপেও বিদায় নিয়েছিল কোয়ার্টার থেকে। প্রতিপক্ষ ছিল ইউরোপের বেলজিয়াম এবার আরেক ইউরোপের কাছে হারল।

আরেক আর্জেন্টাইন সমর্থক রাজু আহম্মেদ বলেন, ব্রাজিল আজ অনেক ভালো খেলেছে। অবশ্য ব্রাজিলের ফিনিশিংয়ে অভাব দেখা গেছে খেলা শুরু থেকেই। আজ হারের দ্বারা ব্রাজিলের হেক্সার স্বপ্ন পূরণ পাঁচ বছর পিছিয়ে গেলো। ব্রাজিলের সমর্থকদের জন্য সমবেদনা। 

ব্রাজিল সমর্থক আতিক মেসবাহ্ বলেন, ব্রাজিল এবারের আসরে একটি নান্দনিক দল ছিল। এবার বিশ্বকাপে প্রথম থেকেই অঘটনের শিকার হয়েছে বড় দলগুলো। আজ ব্রাজিল হারলেও খেলাটা উপভোগ করেছি। আগামী বিশ্বকাপের জন্য শুভকামনা রইলো প্রিয় দল ব্রাজিলের জন্য। 

এমএল/এসকেডি