ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ব্যক্তিত্বে বঙ্গবন্ধু ছিলেন হিমালয়সম একজন মানুষ। তার সম্মোহনী ও জাদুকরী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে উদ্ভূত হয়। 

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সামনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, দীর্ঘ সাড়ে ৯ মাস বঙ্গবন্ধু তার শেষ জেলজীবন কাটিয়ে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেছিলেন। এরপর তিনি বিশ্বের শোষিত মানবতার নেতা হিসেবে মুক্ত পৃথিবীর মাঝে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পা রাখেন। এরপর নানা ঘটনা-পরিঘটনার পর ১০ জানুয়ারি তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

তিনি বলেন, ইতিহাস এমনি সৃষ্টি হয় না, ঐতিহাসিকভাবে সৃষ্টি হয়। আমরা যারা শিক্ষক সমাজের লোক তাদের উচিত সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। এ ছাড়া বঙ্গবন্ধু সম্পর্কে ও ইতিহাস সম্পর্কে পড়াশোনা করতে হবে।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যলি বের করে প্রশাসন। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে একে একে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাকিব হোসেন/এনএফ