ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শুভেচ্ছা ভোজে নষ্ট খাবারের অভিযোগ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে খাবার ছুড়ে রাস্তায় ফেলে ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা। এসময় ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতেও শোনা গেছে।

সোমবার (২৩ জানুয়ারি) বিজয় একাত্তর হল ট্রাস্ট ফান্ডের প্রভোস্ট গোল্ড মেডেল, প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে সরবরাহকৃত খাবার নিয়ে এই বিড়ম্বনার সূত্রপাত। বিভিন্ন ঝামেলার পর এদিন রাত আনুমানিক সাড়ে আটটার পরে খাবার বিতরণ করা হয়।

বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, খাবারের বাটির ভেতরে পোলাও, এক পিস মুরগির রোস্ট এবং একটা ডিম দেওয়া হয়। কিন্তু বাটি খুলে দেখা যায় তাতে দুর্গন্ধ দেখা দিয়েছে। যা আর খাওয়ার উপযুক্ত নেই। এসময় ভুলবশত এই পঁচা খাবার খেয়ে এবং খাবারের দুর্গন্ধে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

ক্ষোভ প্রকাশ করে বিজয় একাত্তর হলের এক আবাসিক ছাত্র বলেন, আগে রান্না করার জন্যই খাবার নষ্ট হয়ে গেছে। খাবার ঠিক সময়ে রান্না করে ঠিকঠাক প্যাকেজিং করলে এ সমস্যা হতো না। রান্নায় অব্যবস্থাপনার জন্য পোলাও এবং রোস্টে দুর্গন্ধ হয়েছে।

খাবার নষ্টের বিষয়ে জানতে চাইলে বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং গোল্ড মেডেল প্রদান উপলক্ষে স্ন্যাকস দেওয়ার কথা ছিলো। কিন্তু করোনার পরবর্তীকালে আমি দায়িত্ব নেওয়ার পর যেহেতু এই প্রথম প্রভোস্ট অ্যাওয়ার্ড এবং গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। তাই আমি রাতের খাবারের ব্যবস্থা করার দায়িত্ব দেই হল ক্যান্টিনকে।

তিনি আরো বলেন, সবকিছু ঠিক থাকলেও তারা গরম খাবার বাটিতে তুলে সারি করে রেখে দেয়। তাই গরমে খাবার নষ্ট হয়ে গেছে। সব খাবার নষ্ট হয়নি, কিছু খাবার নষ্ট হয়েছে। এর দায়ভার কোনো শিক্ষকের নয় বরং হলের প্রভোস্ট হিসেবে দায়ভার আমার। অচিরেই আমরা হলের শিক্ষার্থীদের জন্য আবারও খাবারের আয়োজন করবো।

এইচআর/এমজে