বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাবি মুক্তিযোদ্ধা সংসদ সন্তানের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির নেতারা।
রোববার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা।
বিজ্ঞাপন
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক আল মামুন, সহ-সভাপতি আশরাফুল ফাহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খাদিমুল বাশার জয়, সাধারণ সম্পাদক রাশিদ শাহরিয়ার উদয়সহ প্রমুখ।
বিজ্ঞাপন
ঢাবি শাখার নবনির্বাচিত সভাপতি খাদিমুল বাশার জয় বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমাদের পথচলা শুরু হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব বীর মুক্তিযোদ্ধার সন্তানদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকার অঙ্গীকার করছি। মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি আমাদের অতিল শ্রদ্ধা ও ভালোবাসা।
এইচআর/এমএ