যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী সাকিন তানভীরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের এই অনুমোদন দেন।

একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

এর আগে, সাকিন তানভীরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে বিভিন্ন অভিযোগ দেন ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থীরা। পরে এসব অভিযোগ আমলে নিয়ে ওই বিভাগের শিক্ষক ও একজন সহকারী প্রক্টরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিন তানভীরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এইচআর/জেডএস