চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘এ’ ইউনিটের ফল প্রকাশের আগেই চবির এক কর্মকর্তা তার ছেলের ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন। যার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে মুহূর্তেই। তবে কিছুক্ষণ পর তিনি ওই পোস্টটি ডিলিট করে দেন।

রোববার (২১ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মোহাম্মদ সোহরাওয়ার্দী নামের এক কর্মকর্তা তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে ছেলের চবির ‘এ’ ইউনিটে পাস করার বিষয়টি জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখায় উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত আছেন।

ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ আমার ছেলে আবীর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট (সায়েন্স ফ্যাকাল্টি) ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ১৬৯৬ এবং কোটা তালিকায় তৃতীয় হয়েছে। সবার কাছে দোয়া প্রার্থী।’

তবে এসময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘুরে ওই ফলাফল প্রকাশের কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি। এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা এখনো ফলাফল প্রকাশ করিনি। তবে আমাদের হাতে ফলাফল এসেছে। ক্রসচেক করে আমরা ফলাফল প্রকাশ করব। তবে ওই অভিভাবক প্রকাশেই আগেই কীভাবে ফলাফল পেয়েছেন সেটা আমি জানিনা। তিনিই ভালো বলতে পারবেন। এমনকি আমাদের মাধ্যমে রেজাল্ট জানা সম্ভব নয়।’ 

এ ফলাফল তিনি কীভাবে পেলেন প্রশ্ন করা হলে মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, ‘আসলে সেটি উড়ো খবর ছিল। তবে ফেসবুকে আমার এভাবে পোস্ট করা উচিত হয়নি।’

এ বিষয়ে জানতে চাওয়া হলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার জয়েন্ট কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, ‘প্রকাশ হওয়ার আগে ফলাফল জানতে পারার কথা নয়। তিনি কিভাবে জানতে পারলেন এ বিষয়ে আমি জানি না।’

এক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো ঘাটতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্তৃপক্ষের ঘাটতি হওয়ার কথা নয়। তিনি কীভাবে ফলাফল পেয়েছেন এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ১৬ মে থেকে শুরু হয়। যা শেষ হবে আগামী ২৫ মে। এরইমধ্যে বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এ বছর সর্বমোট আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী। 

রুমান/এফকে