ইউল্যাবের ফিল্ম অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’ ‘লোকেশন সাউন্ড’ এর ওপর তিন দিনের কর্মশালার আয়োজন করেছে, যেখানে মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের স্বনামধন্য সাউন্ড রেকর্ডিস্ট নাহিদ মাসুদ।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার (১৮ মে) থেকে শনিবার (২০ মে) পর্যন্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা সিনেমায় শব্দ গ্রহণ করার অভিজ্ঞতা সম্পর্কে আরও ভালোভাবে জানতে এ কর্মশালায় যোগ দেয়।

তিন দিনব্যাপী কর্মশালায় মেন্টর নাহিদ মাসুদ শব্দ রেকর্ড করার জন্য উন্নত কৌশল, পরিবেশে শব্দের প্রভাব এবং তার পাশাপাশি মাইক্রোফোন ও রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার করার জন্য সর্বোত্তম অনুশীলনগুলো করান। সেই সঙ্গে শব্দ পরিবর্তন ও সৃষ্টির জন্য সম্পাদনা সফটওয়্যার ব্যবহারের কৌশল নিয়েও ছিল আলাদা একটি সেশন।

ওয়ার্কশপ চলাকালে নাহিদ মাসুদ বলেন, সাউন্ডের সঙ্গে কাজ করা একটি আকর্ষণীয় অভিজ্ঞতা, যদিও বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি সাউন্ডের ওপর ফোকাস করে না কিন্তু এটি পরিবর্তন হচ্ছে। এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মতো তরুণরা এর জন্য এগিয়ে আসছে।

কর্মশালার সময় অংশগ্রহণকারীরা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয়ভাবেই অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অংশগ্রহণকারীদের একজন বলেন, নাহিদ মাসুদের মতো একজন অভিজ্ঞ পেশাদারের কাছ থেকে শেখাটা সত্যিই একটি দুর্দান্ত সুযোগ। আমি সিনেমাস্কোপকে এ কর্মশালা আয়োজনের জন্য অভিনন্দন জানাই এবং তাদের কাছ থেকে এ ধরনের আরও ইভেন্টের অপেক্ষায় থাকব।

/এসএসএইচ/