‘ইমপ্যাক্ট অব দি কোভিড-১৯ প্যানডেমিক অন এয়ার কোয়ালিটি অব দি মনসুন এশিয়া রিজিওন’ শীর্ষক দুই  দিনব্যাপী এক কর্মশালা মঙ্গলবার (৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস্)-এর সেমিনার কক্ষে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ‘ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাটমোসফিয়ারিক কেমিস্ট্রি-মনসুন এশিয়া এন্ড ওসেনিয়া নেটওয়ার্কিং গ্রুপ' (আইজিএসি- এমএএনজিও) এবং 'এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চ'-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালা আয়োজন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুস সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুল এহছান এবং আইজিএসি-এমএ এনজিও-এর কো-চেয়ার ড. হিরোশি তানিমতো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বায়ুদূষণ রোধে গবেষণা কর্মকাণ্ড পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে বিশেষ করে বাংলাদেশে বায়ুদূষণ নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে, অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডসহ জনস্বাস্থ্য হুমকির মুখে পরবে। বায়ুদূষণের কারণে নানারকম রোগ-ব্যাধিসহ মানব মৃত্যুর হার বহুগুণ বেড়ে যাবে।

এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান ও সুপারিশসমূহ বায়ুদূষণ নিরসনে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই কর্মশালায় ১৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করছেন।

এইচআর/এসকেডি