সাত কলেজের ভর্তি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। শুক্রবার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হবে।
এবার ঢাকার ১৪টি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৩৭ হাজার ২৮২ জন ভর্তিচ্ছু। এ শিক্ষার্থীদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরীক্ষার কেন্দ্রে এসব নির্দেশনা মেনে চলতে আরোপ করা হয়েছে বেশ কড়াকড়ি।
বিজ্ঞাপন
• মানতে হবে যেসব নির্দেশনা—
১. যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়েনি কেবল তারাই বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশের উত্তর দেবে।
২. উত্তরপত্রের উপরিভাগে প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম যেভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে ইংরেজিতে লেখা আছে ঠিক সেভাবে লিখতে হবে।
বিজ্ঞাপন
৩. পরীক্ষায় ওএমআর পদ্ধতির (একটি শিট) উত্তরপত্র বিশ্ববিদ্যালয় সরবরাহ করবে। অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না। সরবরাহকৃত উত্তরপত্রেই প্রশ্নের উত্তর বৃত্ত পূরণ করে চিহ্নিত করতে হবে।
৪. প্রার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র (প্রবেশপত্র ছাড়া), ইলেক্ট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটি এম কার্ড ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
৫. ভর্তি-পরীক্ষার ৪৮ ঘণ্টা পূর্বে বিস্তারিত আসন বিন্যাস ভর্তির ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া আবেদনকারী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস-এর মাধ্যমে নিজ নিজ আসনবিন্যাস জানতে পারবে।
৬. পরীক্ষার দিন পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বেই পরীক্ষা কেন্দ্রের নির্দিষ্ট আসনে আসন গ্রহণ করতে হবে।
৭. কোনো প্রার্থী অন্যের ছবি বা নম্বরপত্র ব্যবহার করলে অথবা অন্য যে কোনো অসদুপায় অবলম্বন করলে তার পরীক্ষা বাতিল এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮. পরীক্ষায় অসদুপায় অবলম্বনে কোনো রিপোর্ট থাকলে প্রার্থীর পরীক্ষা বাতিল হবে।
• যেভাবে হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা
‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০টি প্রশ্নের জন্য পূর্ণমান থাকবে ১০০।
মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। ভর্তি-পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচি অনুযায়ী হবে। এই তিন বিষয়ের নম্বর বণ্টন যথাক্রমে— বাংলা- ২৫, ইংরেজি- ২৫ সাধারণ জ্ঞান- ৫০ (সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল, ধর্ম ইত্যাদি বিষয়ক প্রশ্ন থাকবে) নম্বরের প্রশ্ন থাকবে।
আরএইচটি/এনএফ