ইউল্যাবের বাংলা বিভাগের নবীনবরণে তারার মেলা
ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করতে এবং বর্ষাঋতুর আগমনকে স্বাগত জানাতে নবীনবরণ ও বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৪ জুন) এ অনুষ্ঠানে বাংলা নাটকের জনপ্রিয় তারকাদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাঞ্জল করে তোলে।
বিজ্ঞাপন
ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্যে বাংলা অধ্যয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু বাংলা ভাষার ওপর দক্ষতাই নয়, বাংলার কৃষ্টি, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাহিত্য, অনুবাদ, প্রকাশনা, সাংবাদিকতার কলাকৌশল ও চলচ্চিত্র নির্মাণসহ সমসাময়িক বিষয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি একজন বিশ্বনাগরিক হয়ে উঠার সুযোগ পাবেন।
এ অনুষ্ঠানে জনপ্রিয় নাট্যজন তারিন, সাজু খাদেম, হৃদিহকসহ ৭১ সেই সব দিন চলচ্চিত্রের কলাকুশলীরা নবীনদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭১ সেই সব দিন চলচ্চিত্রের প্রোমো প্রদর্শন করা হয়। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এফকে