জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শরণ এহসান সভাপতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।

সোমবার (১৭ জুলাই) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি শরণ এহসান ঢাকা পোস্টকে এ তথ্য জানান। এর আগে শুক্রবার (১৪ জুলাই) রাতে আয়োজিত সংগঠনের কাউন্সিলের মধ্য দিয়ে এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে সাদ্দাম হোসেন রোহান ও আব্দুর রহমান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওমর ফারুক বান্না, অর্থ সম্পাদক পদে নওশিন উলফাত সুকন্যা, দপ্তর সম্পাদক পদে আহসান লাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদমান অলীভ নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বেদত্রয়ী গোস্বামী, আবু রায়হান কবীর রাসেল ও রিফাত হাসান নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির সভাপতি শরণ এহসান ঢাকা পোস্টকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অন্তর্ভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলোর সম্মিলিত প্রয়াস জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। জোটভুক্ত ১২টি সংগঠনের নিয়মিত কর্মকাণ্ড চালিয়ে যাওয়া ও তাদের মধ্যকার আন্তঃসম্পর্ক জোরদার করতে সর্বদা সচেষ্ট থাকবে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

তিনি আরও বলেন, মানুষকে নিয়েই সংস্কৃতি, মানুষের জন্যই সংস্কৃতি। জনমানুষের সঙ্গে সাংস্কৃতিক অঙ্গনের যে বিচ্ছিন্নতা ধরা পড়ে এখন, সেসকল সংকট নিরসন করে সংস্কৃতি চর্চাকে আরও বেশি জনমানুষের কাছাকাছি নিয়ে আসার প্রয়াসে আমরা সকলে বদ্ধপরিকর। আগামী দিনে শুধু জাহাঙ্গীরনগর নয়, বাংলাদেশের সাংস্কৃতিক মৃত্তিকায় সাবলীল পদক্ষেপ রাখতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সর্বাত্মক কাজ করে যাবে।

মো. আলকামা/এমজেইউ