দেশি-বিদেশি চাপে সরকার অস্বস্তিতে পড়েছে : ঢাবি সাদা দল
দেশি-বিদেশি চাপ বৃদ্ধি পাওয়ায় সরকার অস্বস্তিতে পড়েছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
রোববার (৩০ জুলাই) দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ম-আহবায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
সাদা দলের বিবৃতিতে বলা হয়, অগণতান্ত্রিক আচরণ, মানবাধিকার লঙ্ঘন, সীমাহীন দুর্নীতিসহ ইত্যাদির ফলে বর্তমান সরকার কেবল দেশের জনগণের কাছেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সরকারের ওপর দেশি-বিদেশি চাপ বৃদ্ধি পাওয়ায় সরকার অস্বস্তিতে পড়েছে।
ঢাকার প্রবেশ মুখে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলোর পূর্বনির্ধারিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বিনা উস্কানিতে আক্রমণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন এবং গ্রেপ্তারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞাপন
এদেশের মানুষ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার ফিরে পাওয়ার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে। গণ-মানুষের এ প্রাণের দাবি আদায়ের লক্ষে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল ও জোট যুগপৎভাবে এক দফাভিত্তিক আন্দোলন করে যাচ্ছে। এ ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গত ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা হামলা করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করার অপচেষ্টা শুরু করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, সভা-সমাবেশ করা মানুষের মৌলিক ও নাগরিক অধিকার। পাল্টা রাজনৈতিক কর্মসূচি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নাগরিক অধিকার প্রয়োগে বাধা এবং ন্যক্কারজনক হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে সরকারের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। এ ধরনের ফ্যাসিবাদী ও একগুঁয়েমি আচরণ দেশে নতুনভাবে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করবে বলে আমরা আশঙ্কা করছি। দেশ ও জাতির স্বার্থে এটি কোনোভাবেই কাম্য নয়।
এইচআর/এফকে