বুধবার আদালত এ রায় ঘোষণা করার পর শাহবাগ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ঢাবি ছাত্রদল।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তারেক রহমানের ৯ এবং জোবায়দার ৩ বছরের কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল।

বুধবার (২ আগস্ট) বিকেলে শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে শাহবাগ থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পরবর্তী প্রতিবাদ সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মশিউর রহমান, জুয়েল হোসেন, মারজুক সাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান, নাহিদুজ্জামান শিপন, আব্দুর রহিম রনি, নাজমুস সাকিব, শাহিনুর ইসলাম শাহিন, কাইয়ুম উল হাসান, কাজী আমজাদ আহমেদ রাজু, মাহফুজুর রহমান, তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন খান সৈকত, সহ-সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ প্রমুখ।

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমানের ডাকে বাংলাদেশের ১৭ কোটি মুক্তিকামী জনতা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাজপথে নেমে এসেছে। তারেক রহমানের জনপ্রিয়তা দেখে সরকার হিংসায় জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তাই কোর্টকে অবৈধভাবে ব্যবহার করে আজ এ অবৈধ রায় দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ সব সাধারণ শিক্ষার্থীরা এবং মুক্তিকামী জনতা এ ফরমায়েশি রায়কে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, তারেক রহমান আজ জনপ্রিয়তার এতই শীর্ষে চলে গেছেন যে, সরকার তাকে ভয় পায়। এ ভয় থেকেই এমন রায় এসেছে। এ রায় বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ সবাই প্রত্যাখ্যান করেছে। জনগণের ভোটে তারেক রহমানই হবেন এ দেশের রাষ্ট্রনায়ক।

এইচআর/এফকে