রাজধানীর শাহবাগে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ করলে তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবারের ভোরের দিকে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করলে সময় সাউন্ড গ্রেনেড–কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দেয় পুলিশ। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর রাত ১০টার দিক থেকেই শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা। এরপর রাতে আর বিশেষ কোনো ঘটনার খবর পাওয়া না গেলেও ভোরের দিকে জামায়াতের নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।  

 

পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টিয়ারগ্যাস, রাবার বুলেট, হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ডেইলি অবজারভারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক তাওসিফুল ইসলাম আহত হন। তিনি বুকে রাবার বুলেট বিদ্ধ হয়েছেন। 

বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। বিক্ষোভকারীরা পুলিশের সাঁজোয়া গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশের হ্যান্ড গ্রেনেড ও রাবার বুলেটে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে সাঈদীর মরদেহবাহী গাড়ি হাসপাতাল থেকে বের করে পিরোজপুরের পথে নেওয়া হয়।    

এনএফ