করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউনের পরিকল্পনা করেছে সরকার। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো লকডাউনের আওতায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ও। 

লকডাউনে থাকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, সরকারিভাবে যতদিন দেশে লকডাউন থাকবে ততদিন অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ও লকডাউনে থাকবে। 

তিনি আরও বলেন, যেহেতু জাতীয়ভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেহেতু আমরা এ সিদ্ধান্তের বাইরে যাবো না। আগামীকাল আমরা সবাইকে এ সিদ্ধান্ত জানিয়ে দেব। বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলসহ সবকিছু নিয়ন্ত্রণে থাকবে।

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, জাতীয়ভাবে যদি সিদ্ধান্ত আসে, তাহলে তো আমরা এর বাইরে যেতে পারি না। লকডাউন হলে আগের মতো বহিরাগত প্রবেশ নিষেধ, ভাসমান দোকানপাট বন্ধ, যানচলাচল নিয়ন্ত্রণসহ সব কিছুতে বিধিনিষেধ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যারিকেড দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে ছাড় দিতে পারি। বিশ্ববিদ্যালয়ের পাশে তিনটি বড় হাসপাতাল এবং সরকারি অফিস খোলা থাকলে এ রাস্তা বন্ধ থাকলে অনেক অসুবিধা হয়ে যায়। তবে চলাচল অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে থাকবে।
 
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। ৩ এপ্রিল পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নয় হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

এইচআর/আরএইচ