বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিং করলে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম। এছাড়াও ক্যাম্পাসে র‌্যাগিং বিরোধী প্রচারণা ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা করা হবে। 

শনিবার (২ সেপ্টেম্বর) প্রক্টর শরিফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিং দমনে কঠোর। র‌্যাগিং প্রতিরোধে ক্যাম্পাসে থাকবে তিন স্তরের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের ফটক ও ক্যাম্পাসের একাধিক স্থানে থাকবে র‌্যাগিং বিরোধী বোর্ড। এসব বোর্ডে র‌্যাগিং নিরুৎসাহিতমূলক কথা লেখা থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের র‌্যাগিংকে নিরুৎসাহিত করে নোটিশ পাঠানো হবে এবং প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার সমন্বয়ে মনিটরিং টিম গঠন করে সকল কার্যক্রম মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, আগামীকাল ৩ সেপ্টেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। আমরা চাই না কোনো শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার শুরুতেই তিক্ত অভিজ্ঞতা হোক।

এরই মধ্যে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ।

এর আগে গত জুন ও জুলাই মাসে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এরপর মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী বরাদ্দকৃত বিশ্ববিদ্যালয় ও বিভাগে প্রাথমিক ভর্তি ও চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেন শিক্ষার্থীরা।

 শিপন তালুকদার/আরএআর