দ্বিতীয় মেয়াদে জবি ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের পরিচালক নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পুনরায় পরবর্তী দুই বছরের জন্য তাকে পরিচালক নিযুক্ত করা হয়েছে।
জানতে চাইলে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, উপাচার্য স্যারকে অনুরোধ করেছিলাম নতুন কাউকে দিতে। অনেক যোগ্য শিক্ষক আছেন, তাদেরও সুযোগ দেওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
এ আদেশ ৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে কার্যকর হবে। দায়িত্বপালনকালীন তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
/এমএল/এসএসএইচ/