জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েও তা ছেড়ে দিয়েছেন অধ্যাপক ড. আইনুল ইসলাম। দায়িত্ব পালনে এ অপারগতা প্রকাশ করায় তার নিয়োগটি বাতিল করা হয়েছে। অন্যান্য অধ্যাপকদের সুযোগ করে দিতে এ পদ ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আইনুল ইসলামকে ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিযুক্ত করে গত ৩১ আগস্ট অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় পূর্বের অফিস আদেশ বাতিল করা হয়।

আরও পড়ুন >>> দ্বিতীয় মেয়াদে জবি ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম

এ বিষয়ে অধ্যাপক ড. আইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন শিক্ষক বারবার দায়িত্ব পালন করলে অন্য শিক্ষকরা সুযোগ পাবেন কিভাবে। আমি একবার দায়িত্ব পালন করেছি। তাই দ্বিতীয়বার দায়িত্ব পেলেও শিক্ষক সমিতির সভাপতি হিসেবে সবার মতামত নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, এর আগে এক পদে পূর্বের জনকে বারবার নিয়োগ না দিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন শিক্ষক সমিতির নেতারা। এর ধারাবাহিকতায় শিক্ষক সমিতির সভাপতি ড. আইনুল ইসলাম ছাত্রকল্যাণ পরিচালকের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব ছাড়লেন বলে ধারণা শিক্ষকদের। বর্তমানে তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এমএল/এফকে