বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্ণাঙ্গ রেলস্টেশন চালুর দাবিতে চলন্ত ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংসদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন প্ল্যাটফর্মে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি প্রায় পাঁচ মিনিট অবরোধ করে রাখা হয়।

বিক্ষোভ চলাকালীন সময়ে সংগঠনটির নেতারা বলেন, প্রায় তিন যুগ পর বিশ্ববিদ্যালয়ে রেলস্টেশন চালুর কাজ পুনরায় শুরু হলেও বর্তমানে অর্থ বরাদ্দ সংকটজনিত কারণে দুই মাসের বেশি সময় ধরে কাজ বন্ধ রয়েছে। ইতিপূর্বে প্রশাসন কর্তৃক বহুবার আশ্বাস দেওয়ার পরও রেলস্টেশনের নির্মাণকাজ চালু হয়নি। এরই প্রেক্ষিতে আজ আমাদের এই অবরোধ কর্মসূচি। এরপরও যদি নির্মাণকাজ চালু না হয় তাহলে আরও কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ফাহানা তাহি তিজা বলেন, ঠিকাদারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর তারা কাজ শুরু করবেন। শিক্ষার্থীদের সে অনুযায়ী ধৈর্য ধারণ করতে হবে।

ঘটনাস্থলে উপস্থিত কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বলেন, আমরা বিষয়টি পুলিশের বিশেষ শাখায় জানিয়েছি। তাদের দাবিটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পেশ করা হবে।

উল্লেখ্য, একই দাবিতে গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সংসদ। সেসময় পরবর্তী সাত দিনের মধ্য কাজ শুরুর আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মুসাদ্দিকুল ইসলাম তানভীর/এমজেইউ