ঢাবিতে দুই দিনব্যাপী পর্যটন মেলা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন হয়েছে। লোকগীতি, ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় পরিমণ্ডলে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মেলা উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল। 

মেলা দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও সময় বিলম্বিত হয়ে বিকেলে শুরু হয়। মেলায় রয়েল বিচ রিসোর্ট, আর-রিহলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসসহ হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী পণ্যের ১৭টি স্টল তাদের আয়োজন নিয়ে হাজির হয়েছে। 

আয়োজক সূত্রে জানা গেছে, মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পর্যটক এবং দর্শনার্থীদের জন্য তাদের সেবা এবং পণ্যের ওপর ১৫-৫০ শতাংশ ছাড় দেবে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানগুলো। এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

আর-রিহলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তারেকুজ্জামান বলেন, ঢাকার বুকে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারকে রিপ্রেজেন্ট করতে পারায় আমরা সত্যিই আনন্দিত। আশা করি এরই মাধ্যমে পর্যটকরা কক্সবাজারকে নতুন মাত্রায় জানার সুযোগ পাবে। এসময় তিনি সবাইকে ১৫ নং বুথ আর-রিহলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ঘুরে দেখার আহ্বান জানান।

রয়েল বিচ রিসোর্টের (বুথ-০৭) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আনোয়ার মুন্না বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতিতে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে এ দেশের চলমান রিজার্ভ সংকট উত্তরণে সহায়ক হবে। আর পর্যটক শিল্পের বিকাশের জন্য এ ধরনের মেলা আরো বেশি আয়োজন হওয়া উচিত বলে মনে করি। আমি আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, আশা করি এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল আয়োজকমণ্ডলী ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, কক্সবাজারবাসী দেশ ও আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। সবাইকে পর্যাপ্ত সেবা পৌঁছে দিয়ে দিল্লি, মুম্বাই বা ব্যাংকক শহর থেকে আমাদের বেশি হোটেল রেস্তোরাঁ রয়েছে। যদি ভালো করে সাঁতার কাটতে চান কক্সবাজার আসুন, যদি প্যারাগ্লাইডিং করতে চান কক্সবাজার আসুন, যদি ওয়াটার বাইক করতে চান তাহলে কক্সবাজার আসুন, যদি পাহাড়ের দৃশ্য উপভোগ করতে চান, যদি নদীর মোহনায় কলতান শুনতে চান, যদি যদি শালিকের গান শুনতে চান, যদি দেশের শ্রেষ্ঠ বৌদ্ধ মন্দির দেখতে চান, যদি মন্দিরে যেতে চান কক্সবাজার আসুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, কোয়াবের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, বাংলাদেশ ট্যুর অপারেটরস এর সভাপতি শিবলুল আজম কোরায়েশি, ছাত্রলীগের ঢাবি সেক্রেটারি তানভীর হাসান সৈকত, তোয়াকের উপদেষ্টা মফিজুর রহমান প্রমুখ। 

জেডএস