সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির সভাপতি ফারজানা, সম্পাদক মোশাররফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক ক্লাব সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৫) অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে ফারজানা আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসাঈন মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন করা হয়।
গতকাল (২৭ সেপ্টেম্বর) ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা এবং মডারেটর অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন, অর্ণব আজাদ। দপ্তর সম্পাদক হিসাবে রয়েছেন হাসিব আল ইসলাম।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসাঈন বলেন, ‘যুক্তির সাথে প্রজ্ঞার পথে’ স্লোগানকে সামনে রেখে ‘সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি’ দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গোঁড়ামিমুক্ত একটি জাতি গঠন করতে হলে সর্বপ্রথম সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গোঁড়ামিমুক্ত এবং যুক্তিবোধ সম্পন্ন একটি তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
এসকেডি