আত্মপ্রকাশের দিনই ছাত্রশক্তির নেতাদের ওপর ছাত্রলীগের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আখতার হোসেনসহ ১১ জন আহত হয়েছেন। আহত অবস্থায় আখতার হোসেনসহ অন্যান্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে টিএসসির পার্শ্ববর্তী পরমাণু শক্তিকেন্দ্রের সামনে এ হামলার ঘটনা ঘটে। জসীমউদ্দিন হল ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান রনির নেতৃত্বে হামলা চালানো হয় বলে গণতান্ত্রিক ছাত্রশক্তির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
রাশেদুজ্জামান রনি ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহতরা হলেন- কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম, আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হাসান, নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, ঢাবি কমিটির সদস্য নিশিতা জামান নিহা, আব্দুল্লাহ আল মাহমুদ, সুমনা শারমিন, ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রসংগঠন আত্মপ্রকাশ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনন্দ মিছিল করে সংগঠনটির সদস্যরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ডাকসু হয়ে কলা ভবন ঘুরে টিএসসি এসে আনন্দ মিছিল শেষ করে। পরে দলীয় কার্যক্রম শেষ করে রিকশায় চড়ে টিএসসি পার হয়ে পরমাণু শক্তি কেন্দ্রের সামনে এলে ছাত্রলীগ হামলা চালায়। এ সময় কয়েকজন বাধা দিতে এলে তাদের উপরেও হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ বলেন, প্রোগ্রাম শেষ হওয়ার সময় আমরা টিএসসি ছিলাম। এ সময় দেখি আখতার ভাইয়ের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে বাঁচাতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপরও হামলা করে। এ সময় আখতার ভাইসহ আমরা ১১ জন আহত হই।
সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব মো. নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বায়ক আখতার হোসেন, যিনি অত্যন্ত জনপ্রিয় নেতা। তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার জনপ্রিয়তাকে মেনে নিতে না পেরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে বিমুখ রাখতে এই হামলা চালানো হয়েছে। জসীমউদ্দিন হল ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুজ্জামান রনির নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমাদের বিরুদ্ধে কেন এমন অভিযোগ করা হয়েছে আমি জানি না। তারা ছাত্র অধিকার থেকে আলাদা হয়ে নতুন কমিটি দিয়েছে। গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে আমাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব নেই। আর ছাত্রলীগ এমন হামলার সংস্কৃতিতে বিশ্বাসী নয়। ছাত্রলীগ আখতারের উপর হামলার নিন্দা জানায় এবং দোষীদের শাস্তির দাবি জানায়।
কেএইচ/এমজে