ঢাবিতে ডেঙ্গু মোকাবিলায় এক হলো আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ডেঙ্গু সমস্যার মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে ঐক্যমত পোষণ করেছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন তরুণ নেতৃবৃন্দ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই বিষয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সারা দেশের মতো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর সংলগ্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ ব্যাপকহারে বেড়ে গেছে। দেশের ইতিহাসে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যদি জনগণ এবং দেশের কথা চিন্তা করে রাজনীতির গণ্ডি পেরিয়ে ও সীমাবদ্ধতাকে কাটিয়ে জনগণের জন্য একত্রে কাজ করতে পারি তাহলে সমস্যার সমাধান করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি কর্মশালার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় সর্বাধিক জনদুর্ভোগ সৃষ্টিকারী, স্বল্প সময়ে, স্থায়ী সমাধানযোগ্য হিসেবে এই সমস্যাটি চিহ্নিত করা হয়। তাছাড়া, পাঁচজন রাজনৈতিক নেতা ডেঙ্গু মশা বিস্তারের ক্ষেত্রগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার ২০ ব্যক্তি এবং ১০০০ শিক্ষার্থীর কাছ থেকে এই মহামারি মোকাবিলায় সুপারিশকল্পে স্বাক্ষর গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, এ সমস্যা দ্রুত সমাধানের জন্য ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছেন। আশা করছি অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার এই ডেঙ্গু প্রকোপ থেকে নাগরিকদেরকে মুক্তি দেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অন্তরা দাস পৃথা এবং জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান রেজা, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নাট্য-বির্তক বিষয়ক উপ-সম্পাদক ইসরাত জাহান নূর ইভা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আরিফুল হক প্রমুখ।
কেএইচ/এমজে