উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম ‘ছায়া’ জাতিসংঘ অধিবেশন শেষ হয়েছে। গত ১৯ অক্টোবর হতে ২১ অক্টোবর উদয়ন ‘ছায়া’ জাতিসংঘ সমিতি আয়োজিত এটিই প্রথম ‘ছায়া’ জাতিসংঘ সম্মেলন। 

সারা ঢাকা হতে মোট ১৫টি বিদ্যালয় থেকে ২৭০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা দায়িত্বে ছিল উদয়ন ছায়া জাতিসংঘ সমিতি। 

অধিবেশনটি শুরু হয় ১৯ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান, ওপেনিং প্লেনারি এবং কমিটি সেশন শুরুর মাধ্যমে। দ্বিতীয় দিন কমিটি সেশন চলে এবং দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটে সামাজিক অনুষ্ঠান ‘সেলেস্টিয়াল সাওয়ারে’ এর মাধ্যমে। তৃতীয় এবং সর্বশেষ দিন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ছায়া জাতিসংঘ অধিবেশনের সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারপারসন এবং ডিউমুনার মডারেটর ড. দেলোয়ার হোসেন, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যাপক জহুরা বেগম, ইউমুনার মডারেটর খন্দকার নাসরিন সুলতানা এবং খাইরুল বাশার। 

ড. দেলোয়ার হোসেন বলেন, আমি আপনাদের প্রত্যেককে খোলা মন এবং হৃদয়, সহযোগিতার মনোভাব এবং সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার প্রতিশ্রুতি নিয়ে এই সম্মেলনের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছি। কূটনীতি এমন একটি বিষয় যার জন্যে শুধু বুদ্ধি নয়, বরং সহানুভূতি, অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার ক্ষমতা প্রয়োজন হয়, এমনকি যখন তারা আমাদের নিজেদের থেকে আলাদা। আপনার কাজ সমাধান খুঁজে বের করার পাশাপাশি বিভক্তি দূর করা এবং সমঝোতা খোঁজা যা বজায় রাখে ন্যায়বিচার এবং শান্তির নীতি। আপনাদের উচিত এই সম্মেলনটি নেতৃত্ব বিকাশের, পরমতসহিষ্ণুতা শেখার এবং এই অডিটোরিয়ামের সীমানার বাইরেও একতাবদ্ধ হতে শেখার একটি সুযোগ হিসেবে ব্যবহার করা।

উল্লেখ্য, সমাপনী অনুষ্ঠান শুরুর পূর্বে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফিলিস্তিনের জন্যে এক মিনিট নিরবতা পালন করে। সম্মেলনটির পূর্ণাঙ্গ সভাপতিত্বে ছিলেন ঢাকা বিশ্বদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠনের প্রথম নারী সভাপতি ফারিয়া ফাইয়াজ।

এমএ