খালেদা জিয়ার সুস্থতায় ঢাবি সাদা দলের দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া মাহফিল করেছে ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে টিচার্স লাউঞ্জে এ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান নিয়াজী। এছাড়া যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালামসহ সাদা দলের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, দেশ আজ দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। খালেদা জিয়া অসুস্থ অবস্থায় দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন। দেশনেত্রীকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতেও বাধা দেওয়া হচ্ছে। বিশ্বের কোনো দেশের বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীকে এভাবে বিনা চিকিৎসায় ধুকতে দেখা যায়নি। গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে আজকে তাকে হাসপাতালে ধুকতে হতো না। আমরা চাই, আমাদের নেত্রীকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হোক। আমরা দোয়া মাহফিল থেকে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
বিজ্ঞাপন
সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, দেশ যে শুধু ক্রান্তিলগ্নে রয়েছে তা নয় বরং আমাদের দেশনেত্রী খালেদা জিয়াও জীবনের ক্রান্তিলগ্নে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সুচিকিৎসার ব্যবস্থাও তেমন একটা করা হচ্ছে না।
তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে এমন একজনকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে যে কি না একজন অগণতান্ত্রিক সরকার, যার কারণে আমেরিকা আমাদের ওপর ভিসা নীতি প্রণয়ন করেছে। তাই শেখ হাসিনাকে ঢাবির সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ করায় আমরা সাদা দল বিশেষ সমাবর্তন বর্জন করব।
অধ্যাপক ড. আতাউর রহমান নিয়াজী বলেন, আমাদের নেত্রীকে হাসপাতালে রাখা হয়েছে। তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। যখন দেশের নেতার কার্যক্ষমতা কমে যায় তখন সেই দেশের মেরুদণ্ড ভেঙে যায়। সুতরাং আমাদের দেশের মেরুদণ্ড ভাঙার আগেই আমাদের সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। তিনি ফেরাউনকেও ছেড়ে দেননি। সে নিজেকে রব ঘোষণা করলেও সে আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি। ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক বাহিনী নয়মিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কিন্তু আল্লাহ তাদেরকে খুব দ্রুতই ধ্বংস করে দেবেন। বাংলাদেশের জালিমরা ফেরাউন থেকেও অনেক তুচ্ছ। তাদেরকেও আল্লাহ অবশ্যই ধ্বংস করবেন। আমাদের শুধু নিজেদের চেষ্টা ও দোয়া করে যেতে হবে।
কেএইচ/এমএ