অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৫ নভেম্বর) সকালে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।
বিজ্ঞাপন
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সর্দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরসহ সভাপতি- শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- সুমন সর্দার, জাফর আহমেদ প্রমুখ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিক্ষোভ শেষে শাখা সাধারণ সম্পাদক সুজন মোল্লা দেশে গণতন্ত্র ও ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী দলের এই অবরোধ কর্মসূচি ছাত্রদল সমর্থন করে। দেশের এই ক্রান্তিলগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দেশনায়ক তারেক রহমানের এই অবরোধ কর্মসূচি সফল করার জন্য নিজেদের রক্ত দিয়ে হলেও সফল করবে। ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবে না।
জনগণকে সঙ্গে নিয়ে এই অবৈধ মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।
বিক্ষোভ পরবর্তী সময় শাখা ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, জনগণের এক দফা দাবি সরকার মেনে না নিয়ে ১৪ এবং ১৮ এর মতো প্রহসনের নির্বাচন করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে। বাংলাদেশের জনগণ ভালো না থাকলে আমরা এই সরকারকেও ভালো থাকতে দেব না। উত্তাল আন্দোলনের মাধ্যমে রাজপথ উত্তপ্ত করেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের ফয়সালা করবো ইনশাআল্লাহ।
এমএল/এমএসএ