ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে ছাত্রলীগের টানানো প্রধানমন্ত্রীর সাইনবোর্ড ভাঙচুর করাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে এর বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রভিত্তিক (টিএসসি) পাঁচটি সাংস্কৃতিক সংগঠন। 

বুধবার (১৩ ডিসেম্বর) এ বিষয়ে আলাদা বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনগুলো। 

নিন্দা ও প্রতিবাদ জানানো সংগঠনগুলো হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও স্লোগান’ ৭১।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মেট্রোরেলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ভাঙচুর করেছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের বিপরীতে এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর অনুভূতির সঙ্গে সমব্যথী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এমন ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুষ্কৃতকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে ছাত্র ইউনিয়নকে প্রকাশ্যে সাংগঠনিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর মেট্রোরেলের টিএসসি স্টেশনের উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেসময় রাজু ভাস্কর্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি সাইনবোর্ড প্রদর্শন করেন তারা। এ নিয়ে বাম ছাত্র সংগঠনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছে।

সর্বশেষ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ভাস্কর্যে টানানো সাইনবোর্ডটি ভাঙচুর করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ প্রতিবাদ হিসেবে সেদিন রাতেই রাজু ভাস্কর্যের মাথা কালো কাপড়ে মুড়িয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কেএইচ/কেএ