নির্বাচন বর্জনের ডাক দিয়ে জবি ছাত্রদলের লিফলেট বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ডাক দিয়ে জনগণকে নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর ঢাকা জজ কোর্ট ও ন্যাশনাল মেডিকেলের জনসন রোডের বিভিন্ন এলাকায় শাখা ছাত্রদল সভাপতি সেক্রেটারির নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
লিফলেট বিতরণ শেষে শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের যে ডাক’ দিয়েছেন সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করেছে। সাধারণ মানুষ এখন সচেতন। তারা এই প্রহসনের নির্বাচন মানে না। ইতোমধ্যে সব ধরনের সভা সমাবেশ বন্ধ করে তারা আমাদের সংবিধান লঙ্ঘন করছে। অবৈধ তফসিল বাতিল করে যদি নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি না মানে তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথের উত্তাল আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
এসময় আরও উপস্থিত ছিলেন— সহ-সভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, আসিফ আল ইমরান সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজসহ অনেকে।
এমএল/এমএ