বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি-২০২৪ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রধান ড. বিজন মোহন চাকী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের প্রধান আসাদুজ্জামান মণ্ডল আসাদ।

রোববার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আসিফ আল মতিন, কোষাধ্যক্ষ পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশীদ, যুগ্ম সম্পাদক পদে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সাজ্জাদ হোসেন পাটোয়ারী ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শরিফুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক শাহীনুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বকুল কুমার চক্রবর্তী, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহজামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক এস. এম. আশরাফুল আলম।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬৫ জন শিক্ষক ভোট প্রদান করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আশানুজ্জামান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন ও অর্থনীতি সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা।

শিপন তালুকদার/এসকেডি