চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, আমি বিশ্বাস করি, আজকের আন্তর্জাতিক বায়োটেকনোলজি সম্মেলন ভবিষ্যতে গবেষকদের মধ্যে গবেষণার সহযোগিতাকে বাড়িয়ে তুলবে এবং অ্যাকাডেমিক শৃঙ্খলার বন্ধনকে মজবুত করবে। সম্মেলনটি দেশের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে নতুন অন্তর্দৃষ্টি এবং ধারণার বিকাশ ঘটানোর জন্য একটি স্প্রিংবোর্ড হিসেবে কাজ করবে।

শনিবার (২৭ জানুয়ারি) চবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) যৌথ উদ্যোগে জীববিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী আন্তর্জাতিক বায়োটেকনোলজি কনফারেন্স-২০২৪ এ তিনি এ কথা বলেন 

চবি উপাচার্য বলেন, জ্ঞান-ভিত্তিক সমাজ গঠন, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে অগ্রগতির লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যর সঙ্গে এটি একীভূত। আমি আশা করি, এই সম্মেলন আয়োজনের জন্য যে সম্মিলিত বিনিয়োগের প্রচেষ্টা করা হয়েছে, তা উদ্ভাবনী ধারণার আদান-প্রদান, গবেষক, পেশাদার ও শিল্প অংশীদারদের মধ্যে সহযোগিতার সংস্কৃতি চর্চার ক্ষেত্রে গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে। একজন প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এই অসামান্য উদ্যোগের সঙ্গে জড়িত হওয়া আমার জন্য গর্বের।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির সভাপতি ইমিরেটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। 

এ সম্মেলনে বৈজ্ঞানিক প্রবন্ধ আলোচনায় (প্ল্যানারি সেশন) মূল বক্তব্য প্রদান করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর ড. উৎপল বোরা।

মোট পাঁচটি বিষয়বস্তুকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করা হয়। সেগুলো হলো- প্রাণী, মৎস্য ও সামুদ্রিক জৈবপ্রযুক্তি, বায়োইনফরমেটিক্স সিস্টেম ও কম্পিউটেশনাল বায়োটেকনোলজি। শিল্প, ফার্মাসিউটিক্যাল ও খাদ্য জৈবপ্রযুক্তি। চিকিৎসা, স্বাস্থ্য ও মাইক্রোবিয়াল জৈবপ্রযুক্তি। উদ্ভিদ, কৃষি ও পরিবেশ জৈবপ্রযুক্তি।

এছাড়া, পোস্টার প্রদর্শনী সেশনে উল্লেখযোগ্য গবেষণা, ব্যাকটেরিয়ার পুষ্টি বর্ধনকারী জিনের প্রোটিন কীভাবে ক্যান্সারের কোষকে মেরে ফেলতে পারে, চট্টগ্রামে গৃহপালিত বিড়ালে কী ধরনের ইনফেকশন হচ্ছে, সেগুলো তাদের পালনকারীর শরীরে ছড়িয়ে যাচ্ছে কি না, অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স কী, ব্যাক্টেরিয়ার মেটাল রেজিস্টেন্স কে প্রভাবিত করে? ইত্যাদি গবেষণা প্রদর্শন করা হয়।

আতিকুর রহমান/কেএ